Main Logo
আপডেট : ১০ জুন, ২০২৪ ০১:৩৯

হেরেই গেল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
হেরেই গেল পাকিস্তান

পারলো না পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হারার পর ভারতের সঙ্গে হারলো তারা। শেষ আটে যেতে পারবে কি না তারও ঠিক নেই। আজ নিউ ইয়র্কে প্রথমে ব্যাট করে ভারত ১১৯ রান করে। গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের সামনে জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি।  চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারত জয় পেয়েছে ৬ রানের ব্যবধানে ।

পাকিস্তানের দারুণ বোলিংয়ের সামনে ভারত গুটিয়ে গেল ১১৯ রানে। সদ্য শেষ হওয়া আইপিএলকে মনে করে হয়তো কোনো ভক্ত বলতেই পারেন, এ আর এমন কী সংগ্রহ।

তবে তা পাড়ি দেওয়া যে সহজ কর্ম নয়, সেই চিত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই দেখিয়েছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। আজও এর ব্যতিক্রম হলো না।
স্টেডিয়াম নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে ভারত-পাকিস্তান মহারণের খাতায় আরও একটি রোমাঞ্চকর লড়াই যোগ করে দেওয়ার পেছনে কৃতিত্ব যে এই মাঠটিরই। যা ব্যাটারদের জন্য দুর্বোধ্য, সেটাই বোলারদের কাছে স্বর্গ হয়ে উঠেছে। সেই স্বর্গের নায়ক আজ জাসপ্রিত বুমরাহ। যার দুর্দান্ত বোলিংয়ে ১১৯ করেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারত জয় পেয়েছে ৬ রানের ব্যবধানে।   

উপরে