Main Logo
আপডেট : ২১ জুন, ২০২৪ ০৮:১১

বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১৪১রানের টার্গেট দিলো

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১৪১রানের টার্গেট দিলো

টি টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে বাংলাদেশ ১৪১ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ ৮ ইউকেটে করে ১৪০ রান। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মিচেল স্টার্কের ফুল লেন্থের বল ডিফেন্ড করতে যান তানজিদ হাসান তামিম। কিন্তু তার ব্যাটে লেগে বল চলে যায় স্টাম্পে। ৩ বলে শূন্য রানে ফেরেন তানজিদ। তার বিদায়ের ওভারেই একটি চার হাঁকান শান্ত।  

পরের ওভারে জশ হ্যাজলউড দেন মেডেন। প্রথম বাউন্ডারির মতো ছক্কাও আসে শান্তর ব্যাট থেকেই। নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন হ্যাজলউড। পরের ওভারে স্টার্ককে দুটি বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন লিটন দাস।  
অ্যাডাম জাম্পার বলে সুইপ করতে গিয়ে মিস করেন লিটন। তার পেছনের পায়ে লেগে বল চলে যায় স্টাম্পে। ২৫ বলে ১৬ রান করে আউট হন লিটন। ভাঙে লিটনের সঙ্গে তার ৪৮ বলে ৫৮ রানের জুটি। এরপর রিশাদ হোসেনকে পাঠানো হয় ব্যাটিংয়ে প্রমোশন দিয়ে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের বলে তুলে মারতে গিয়ে ব্যাটের আগায় লেগে ক্যাচ যায় জাম্পার হাতে।   এরপর শান্ত ৪১ রান করে আউট হয়ে যান।  স্টইনিসকে ১৭তম ওভারে পর পর দুটো ছক্কা মেরে গ্যালারিতে উম্মাদনা তৈরি করেন তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত হৃদয় ২৮ বলে ৪০ রান করে ক্যাচ আউট হয়ে যান। একই সঙ্গে  প্যাট কমিন্স হেট্রিক করেন। 

উপরে