Main Logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১২

২৭৯ সিমকার্ডসহ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
২৭৯ সিমকার্ডসহ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে নৌবাহিনী

হাতয়িায় ২৭৯ টি সমির্কাড ও ৭৬ মোবাইল ফোনসহ নলছরিা ইউনয়িনের চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করছেে নৌবাহিনী।  নৌবাহিনী জানায়, সরকারি বরাদ্দের টাকা অভনিব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৪ নম্বর নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর উল্লাহ শবিলীকে আটক করে বাংলাদশে নৌবাহিনী কন্টিনজন্ট। গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার  বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯ টি সিমকার্ডসহ ৭৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সব ফোন এবং সিমর্কাডসমূহ ব্যবহার করে বপিুল অংকরে সরকারি টাকা বিকাশ, নগদ ও রকটে একাউন্ট এর মাধ্যমে উত্তোলনরে আলামত পাওয়া যায়। 

উল্লখ্যে,  প্রতবিন্ধী, শক্ষিা, বধিবা ও বয়স্ক  ভাতাসহ বভিন্নি সরকারি র্অথ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবধৈভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো। পরর্বতীতে আটককৃত ব্যক্তির জব্দকৃত মোবাইল ও সমির্কাডসহ হাতয়িা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। র্বতমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নরে লক্ষ্যে হাতয়িাসহ দায়ত্বির্পূণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নয়িমতি অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদশে নৌবাহনিী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনরে কার্যক্রম অব্যাহত থাকবে।

উপরে