Main Logo
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৩

কাব‍্য নাটক : মুক্তির মিছিল

নাট‍্যকার : জাহিদুল কবির রিটন

কাব‍্য নাটক : মুক্তির মিছিল
(পূর্ব প্রকাশিতের পর )
 
দৃশ্য ৩. মঞ্চে পলাশ ও শিমুলের উচ্ছ্বাসপূর্ণ ভাবে প্রবেশ।
 
পলাশ ও শিমুল : [হাসি]
পলাশ : [উপরে লক্ষ্য করিয়ে] বাবুইয়ের বাসা দেখেছিস
তাল গাছে ঝুলে
আমরা দু’জন তেমনি করে 
একই বৃন্তের হয়ে!
শিমুল : আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে 
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
্ আহা কি আনন্দ আকাশে বাতাসে!
[হাসি]
পলাশ : আজি হতে শতবর্ষ পরেও 
আমাদের কথা রবে মানুষের মনে।   [হাসি]
শিমুল : তাই আপু! 
কেন কেন ?
আমরা কি যোদ্ধা
আমাদের পূর্বসূরীদের মতোন
যারা আমাদের জন্যে রেখে গেছেন
তাদের বীরগাঁথা
করেনিকো মাথা নত ভয় প্রলোভনের কাছে
মৃত্যুঞ্জয় হয়ে যারা বেঁচে আছেন
আমাদের মাঝে!
 
পলাশ : মানুষ মানে যোদ্ধা
যুদ্ধই তার নিয়তি
শুধু ভেদ রকমের
আমরাও যুদ্ধ করছি
মূর্খতার অভিশাপ থেকে বাঁচার জন্যে
আলোর সন্ধানে
মেয়ে বলে যারা করে অবহেলা
ঘর-সংসারই যাদের গন্তব্য বলে মানে 
তারা বুঝে নাকো
অর্ধেকাংশ অন্ধকারে রেখে
কভু হয় না
উন্নতি-প্রগতি, শান্তি-স্বস্তি!
 
শিমুল: সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
 
পলাশ : সাম্যের কথা পুস্তকে লেখা
অন্তরে বিষ
আঁধারে ঢাকা
জনম জনমের চেষ্টা কতোজনের
এই আঁধার ঘোচানোর
আমাদের নবীজি শ্রেষ্ঠ অবণীর
করে গেছেন সংগ্রাম
আঁধারের সাথে
দিয়েছেন সম্মান তিনবার মায়ের
তারপর নিয়েছেন বাবার নাম।
 
শিমুল : তবু কেন আপু
এতো ভেদাভেদ নারী-পুরুষের মাঝে
শিক্ষার আলো চায় না ছড়াতে নারীর কাছে
নারী কেন হেয়
সমাজের চোখে ?
 
পলাশ : মানুষ নিয়েই সমাজ
দৃষ্টিভঙ্গির আধার
আমাদের মাতা-পিতা আলোকিত জন
তারা সঠিক বুঝিয়াছে শিক্ষার মান
তাই তো তারা পার্থিব আসরে
শিক্ষাকে নিয়েছে উচ্চ আসনে
বিনিময়ে হাতছাড়া হচ্ছে উর্বর মাটি
আপত্তি তুলছে নিজ স্বজনেরা-
‘নিজের ভালো বোঝে না এরা
মেয়েদের জন্যে শেষ করছে সম্বল
বিয়ে দিয়ে দেবে চলে যাবে অবলা
তা না করে বই-পত্র চাপিয়ে পাঠিয়েছে বিদ্যালয়ে
তাকিয়ে তাকিয়ে দেখে আনন্দিত চোখে
বোকার স্বর্গে বসে।’
 
এই ভাবনা কাটবে সহসা
দেখে দেখে বদলাবে নিকট স্বজনেরা
পাশাপাশি কাছাকাছি যারা
থাকবে না বসিয়া
আমাদের পিছু পিছু আগাবে তারা 
আগত-অনাগত যারা 
এই মোদের দৃঢ় প্রত্যাশা!
 
[প্রস্থান]
চলবে...
উপরে