Main Logo
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৬

কাব‍্য নাটক : মুক্তির মিছিল

নাট‍্যকার: জাহিদুল কবীর রিটন

কাব‍্য নাটক : মুক্তির মিছিল
( পূর্ব প্রকাশিতের পর)
 
দৃশ্য ৪. 
মঞ্চে তুতুর প্রবেশ।
 
তুতু : [নেচে নেচে] হুক্কা হুয়া হুক্কা হুয়া
হুক্কা হুয়া হুক্কা হুয়া
    বগল দাবা বগল দাবা
বগল দাবা বগল দাবা
কী আনন্দ কী আনন্দ
খেলা শুরু করে দিছি
চোখের পর্দা খুলে নিজের
মনের কথা বলে দিছি
মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা
মিথ্যা কথাই সত্য হবে
প্রচার প্রচার প্রচার প্রচার 
প্রচার প্রচার প্রচার প্রচার 
দোকান আমার বলে ফেলছি
বাতাসেতে ছড়িয়ে দিছি
কী আনন্দ কী আনন্দ
খেলা শুরু করে দিছি!
 
ভাই আমার দুর্বল হবে
হাঙ্গামাতে যাবে না সে
স্বজনেরা তার বিপক্ষে যাবে
সত্যরা সব নীরব রবে
মিথ্যারা সরব হবে
আমি তাতে হাওয়া দেবো
ঐক্য ঐক্য ঐক্য গড়বো!
 
       মনের কথা প্রচার দিছি
মুখে মুখে ছড়াবে জানি
মিথ্যা কথাই সত্য হবে
সবাই সেটাই মেনে নিবে
ভাই আমার হতাশ হবে 
সরব গরম আমি রবো
হুক্কা হুয়া হুক্কা হুয়া
হুক্কা হুয়া হুক্কা হুয়া
       আমার আছে হেজাক বাতি 
ভাইয়ের হলো কুপ্পি বাতি
হেজাক বাতি ঝড়েও টিকে
কুপ্পি বাতি ফুঁতেই নিভে!
যার নাই বাতি, তার নাই লাঠি
হাহাকার করা ছাড়া
তার কোন গতি নাই
নাই নাই নাই তার কিছুই নাই
আমার আছে বাত্তি!
[প্রস্থান]
চলবে...
উপরে