Main Logo
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৮

কাব‍্য নাটক: মুক্তির মিছিল

নাট‍্যকার: জাহিদুল কবির রিটন

কাব‍্য নাটক: মুক্তির মিছিল
( পূর্ব প্রকাশিতের পর-পঞ্চম কিস্তি )
 
                 দ্বিতীয় অঙ্ক
                       দৃশ্য - ১
 
মঞ্চে তুতু, আছাদুল্লাহ, শিবলি, সুরুজ্জামান, বাবুল উদ্বিগ্ন হয়ে ঘোরাঘুরি করতে থাকবে। মাঝে মাঝে আছাদুল্লাহ ছাড়া অন্যরা মঞ্চের বাইরে যাবে, আবার কিছুক্ষণ পরে খবর নিয়ে ফিরে আসবে। একেক কেন্দ্রের নিবার্চনের ফলাফলের খবর জানতে পেরে তারা উল্লসিত হবে। চূড়ান্ত ফলাফলের খবর না আসা পর্যন্ত এমনই চলবে। মানিক চূড়ান্ত ফলাফলের খবর নিয়ে আসবে।
মানিক : [ফুলের মালা হাতে দৌড়ে মঞ্চে প্রবেশ করবে]
হুল্লোড়!
হুল্লোড়!
জিতে গেছি, জিতে গেছে!
জিতে গেছি, জিতে গেছে!
চেয়ারম্যানি পেয়ে ফেলেছি!
আছাদুল্লাহ ভাইয়ের জয় হইছে,
ফুলের মালা তার হইছে!
হুল্লোড়!
হুল্লোড়!
[মানিক আছাদুল্লার গলায় ফুলের মালা পরাতে যাবে তুতু মালা ছিনিয়ে নিয়ে পরিয়ে দেবে। মানিক রাগান্বিত হবে। আছাদুল্লাহ্ দু’জনকেই জড়িয়ে ধরবে।]
 
সবাই সমস্বরে : [মঞ্চে চক্রাকারে ঘুরতে ঘুরতে]
হুল্লোড়!
হুল্লোড়!
হুল্লোড়!
হুল্লোড়!
তুতু : কতো কথা বলার ছিল
সব কথা হারিয়ে গেল
একটা কথাই মনে আছে
রাত্রি-দিন মাথায় ঘুরে
হুক্কা হুয়া হুক্কা হুয়া
হুক্কা হুয়া হুক্কা হুয়া!
অন্যরা সমস্বরে : কেয়া হুয়া কেয়া হুয়া
কেয়া হুয়া কেয়া হুয়া।
আছাদুল্লাহ : এটাই হলো ঐক্য চিহ্ন
চলবো মোরা এক সাথে
ঐক্য যদি অটুট থাকে
বাধা-বিঘ্ন আসবে না যে 
চেয়ারে বসে স্বস্তি পাবো
এদিক-ওদিক অনেক করবো
খরচাপাতি অনেক হইছে
সুদে-আসলে উঠাতে হবে
হুক্কা হুয়া হুক্কা হুয়া
হুক্কা হুয়া হুক্কা হুয়া
তুতু : আমার কথা বলে যাই
সকলকে জানাতে চাই
নির্বাচন হয়ে গেছে
ফলাফল পেয়ে গেছি
দোকান আমার হয়ে গেছে
আর কোন কথা নাই
দোকান আমার হইয়া গেছে
আর কোন কথা নাই!
[সবাই অবাক হয়ে যাবে তুতুর কথা শুনে]
আছাদুল্লাহ : [বিরক্ত কণ্ঠে]
কিসের মধ্যে কি
পান্তা ভাতে ঘি,
আগরতলার আলাপ করি
চৌকিতলার কথা শুনি
বিজয়ের এই দিনে
আবোল তাবোল কথা বলে!
শিবলি : [রসিকতার কণ্ঠে ]
ঘুম ছাড়া রাত্রিযাপন
মাথায় লাগায় গণ্ডগোল
নির্বাচনের প্রবল চাপে
তুতু মামা বেসামাল
কি বলতে কি বলে ফেলে
তার নাই কোন ঠিক-ঠিকানা,
ভাগ্য ভালো বলে নিকো
ইউনিয়ন পরিষদ আমার চাই
সেখানেতে দোকান দিয়ে
ব্যবসার নামে লুটতরাজ!
[হাসি]
সুরুজ্জামান : [রসিকতার কণ্ঠে ]
খুশিতে আত্মহারা
কি চাইবে
বুঝিতে না পারা
চাল ডাল আটা ময়দা সুজি
ঢেউ টিন আর ভিজিএফ কার্ড
দুম্বার গোস্ত বছরে একবার
আরো কত কি
সব আপনার!
এবার খুশি
লাগান তালি
বাড়িতে যেয়ে ঘুমিয়ে নেন
ঠাণ্ডা মাথায় চিন্তা করেন
নেওয়ার তালিকা রয়ে সয়ে করবেন
তা না হলে বদ হজমে পড়বেন!
[হাসি]
তুতু : আ বললে কেউ বুঝে
আম বললে সকলে বুঝে
লাল মিয়া বড় ভাই
নির্বাচনে সাথে নাই
শাহিনার সঙ্গে ছিল
এই কথা ভুলে গেছো!
ভাগাভাগির বাড়ি হইছে
নিজের পায়ে কুড়াল মারছে
আমি কিন্তু ভুলি নাই
দোকান আমার চাই-ই চাই!
আছাদুল্লাহ : কিছুই আমি ভুলি নাই
ভুলার মানুষ আমি নই
সময় মতো শোধ নিবো
কোমড়ের হাড় ভেঙ্গে দেবো
এসব কথা এখন থাক্
সময় মতো ভাবা যাক্
চলেন এবার বাড়িতে যাই
দুধ দিয়া শরীর ভিজাই!
সবাই সমস্বরে : [মঞ্চে চক্রাকারে ঘুরতে ঘুরতে]
হুল্লোড়!
হুল্লোড়!
হুল্লোড়!
হুল্লোড়!
[সকলের প্রস্থান]
চলবে...
উপরে