Main Logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৬

কাব্য নাটক : মুক্তির মিছিল ( ধারাবাহিক )

নাট্যকার : জাহিদুল কবির রিটন

কাব্য নাটক : মুক্তির মিছিল ( ধারাবাহিক )
( পূর্ব প্রকাশিতের পর-একাদশ কিস্তি )
 
                চতুর্থ অঙ্ক
                    দৃশ্য ১. 
          [মঞ্চে তুতুর প্রবেশ।]
 
তুতু : হুক্কা হুয়া হুক্কা হুয়া
হুক্কা হুয়া হুক্কা হুয়া
বগল দাবা বগল দাবা
বগল দাবা বগল দাবা
ভোট হবে ভোট হবে
কী আনন্দ মনে লাগে
ভোটাভুটির ছলে নাটক হবে
এই কথা চাপা আছে
সব ভোটার আমার দলে,
লাল মিয়ার দু’একজনা
দ্বিধাদ্বন্দ্বে থাকবে ক’জনা
তাদেরকে ভাগিয়ে দেবো
ভোটকেন্দ্রের দখল নেবো,
দোকান আমি দখল করছি
ভাড়া দেয়া বন্ধ করছি
ভাইয়ের সম্পদ আমার হইছে
ভাতিজিরা শুধু দলিল পাইছে !
[হাসি]
কী আনন্দ কী আনন্দ
কী আনন্দ কী আনন্দ
চেয়ারম্যান আমার সাথে
সংঘের সবাই বুক পকেটে
মন্ত্র আমি পড়তে জানি
নাজেহাল করতে জানি
বাড়ির সবাই নীরব রবে
সবর গরম আমি রবো
লাল মিয়ার পুুত্র নাই
তার কোন জোরও নাই
জোর যার মুল্লুক তার
এই কথা জানা সবার !
 
আমার আছে হেজাক বাতি
ভাইয়ের হইলো কুপ্পি বাতি
হেজাক বাতি ঝড়েও টিকে
কুপ্পি বাতি ফুঁতেই নিভে!
যার নাই বাতি, তার নাই লাঠি
হাহাকার করা ছাড়া
তার কোন গতি নাই
নাই নাই নাই তার কিছুই নাই
আমার আছি বাত্তি!
হুল্লোড়!
হুল্লোড়!
হুল্লোড়!
হুল্লোড়!
[প্রস্থান]
 
চলবে...
উপরে