Main Logo
আপডেট : ৭ মে, ২০২০ ১০:৩৬

ঈদের আগে নিউমার্কেট খোলা নিয়ে দ্বন্দে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে নিউমার্কেট খোলা নিয়ে দ্বন্দে ব্যবসায়ীরা

 


ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি জানিয়েছে, নিউ মার্কেট খোলা বা বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তারা এ বিষয়ে শুক্রবার রাতে সিদ্ধান্ত নেবে।

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পবিত্র ঈদের আগে নিউ মার্কেট খুলবে না বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি সঠিক নয়। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’

আজ বুধবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, তারা করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষও এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় যমুনা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যমে।

এরপর নিউ মার্কেট বন্ধের খবর ছড়িয়ে পড়ে। রাতে জানতে চাইলে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, মার্কেট খুললে কী কী সুরক্ষা ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আজ পুলিশের সঙ্গে একটি বৈঠক ছিল। সেখানে প্রবেশদ্বারের একাংশ বন্ধ রেখে, বাকি ক্ষেত্রে জীবাণুনাশক টানেল বসিয়ে মার্কেট খুলতে বলা হয়। সব মিলিয়ে দোকান খুলে কোনো লাভ হবে কি না, তা নিয়ে ব্যবসায়ীরা সন্দিহান

দেওয়ান আমিনুল ইসলাম আরও বলেন, ‘ব্যবসায়ীদের একাংশ বলছেন, কিছু বেচাকেনাও যদি হয়, তা দিয়ে তাঁরা কোনো রকম চলতে পারবেন। তাই দোকান খোলার পক্ষে তাঁরা। সব মিলিয়ে আমরা শুক্রবারের মধ্যে সকল দোকানমালিক ও নির্বাহী কমিটির মতামত চেয়েছি। ওই দিন রাতে পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। অবশ্য কালও (বৃহস্পতিবার) একটি বৈঠক রয়েছে।’

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটিতে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ঈদের কেনাকাটার জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে দোকানপাট খোলা হবে বলে জানান।

এরপর ১০ মে থেকে বিপণিবিতান খুলে দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়। এ নিয়ে বিতর্কও হচ্ছিল।

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘যারা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখতে পারবে না বলে মনে করছে, তারা বিপণিবিতান খুলবে না। এটা আমরা বলে দিয়েছি।’

উপরে