Main Logo
আপডেট : ৪ জানুয়ারী, ২০২৪ ০০:৫৬

এবারও পাঠ্য বইয়ে ভুল

নিজস্ব প্রতিবেদক
এবারও পাঠ্য বইয়ে ভুল

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বইয়ে এবারও ভুল পাওয়া যাচ্ছে। নবম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বইটি হাতে নিয়েই দুটো ভুল পেয়ে যান একজন অভিভাবক। তিনি বিষয়টি সংবাদ এবং-কে জানালে বইটি সংগ্রহ করে সত্যিই দুটো ভুল চােখে পড়ে। ওই অভিভাবকের অভিযোগ ভাল করে ঘাটলে হয়তো আরও ভুল বের হবে।

নবম শ্রেণির ‌শিল্প ও সংস্কৃতি বইয়ের ৪৪ ও ৪৫ নম্বর পৃষ্ঠায় এই ভুল পাওয়া গেছে। ৪৪ নম্বর পৃষ্ঠায় দেখা যায় লিওনার্দো দা ভিঞ্চি বিষয়ক লেখায় পৃষ্ঠার শেষের দিকে ভিঞ্চির পুরো নাম বাংলায় লেখা হয়েছে লিওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি। বাংলার সঙ্গে ব্র্যাকেটে ইংরেজীতে তার পুরাে নাম লিখতে গিয়ে সের বাদ পড়েছে। লেখা হয়েছে  ( Leonardo di piero da vinchi)
একই বিষয়ের উপর পরের ৪৫ নম্বর পৃষ্ঠায় ১৫ নম্বর লাইনে লেখা হয়েছে লিওনার্দোর বিখ্যাত শিল্পকর্মের উল্লেখযোগ্য ।

১. মোনালিসা
২. দ্য লাস্ট সাপার
৩. লরেঞ্জ দ্যা মেডিসি
৪. ভার্জিন অব দ্যা রকস

এখানে ২ নম্বরে লেখা হয়েছে দ্য আবার ৩ ও ৪ নম্বরে লেখা হয়েছ দ্যা । কোনটি সঠিক- দ্য নাকি দ্যা। পাঠ্যপুস্তকে এমন ভুলকে বড় ভুলই মনে করেন সংশ্লিষ্টরা। এর আগে গত বছর বইয়ে ভুল পাওয়া যায়। ভুলগুলোর মধ্যে নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ১৮১ পৃষ্ঠায় অবরুদ্ধ বাংলাদেশ ও গণহত্যাবিষয়ক অংশে প্রথম লাইনে বলা হয়েছিল, ‘২৬ শে মার্চ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশজুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে উঠেছিল।’ প্রকৃতপক্ষে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী ২৫ মার্চ রাত থেকেই নিরীহ বাঙালির ওপর হত্যাযজ্ঞ চালায়।

উপরে