উদ্যানে নারী কনস্টেবলকে হেনস্থা ও ছিনতাই: ঢাবি ছাত্র গ্রেপ্তার
পুলিশের নারী কনস্টেবলকে হেনস্থা ও তার ছোট ভাইয়ের কাছ থেকে সাড়ে পাচ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহাবাগ থানা পুলিশ।
জানা যায়, গোপালগঞ্জে কর্মরত নারী কনস্টেবল জেসমিন তার এক ছোট ভাইকে নিয়ে গত শনিবার বিকালে সোহরাওয়ারর্দী উদ্যানে ঘুরতে যান। এরই মধ্যেই গ্রেপ্তারকৃত আজহা ইসলামসহ ছয়জন তাদের ঘিরে ধরে। জেসমিনের ছোট ভাইয়ের কাছ থেকে পাচ হাজার টাকা ছিনিয়ে নেয়। জেসমিন প্রতিবাদ করলে তাকেও হেনস্থা করে ছাত্ররা। এক পর্যায়ে জেসমিন আজহা ইসলামকে ধরে চিৎকার করতে থাকেন। আশ পাশের লোকজন এগিয়ে এলে অন্য পাচ জন পালিয়ে যান। পরে আজহা ইসলামকে শাহাবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার আজহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ফজলুল হক মুসলিম হলে থাকেন তিনি। জেসমিনের দায়ের করা মামলায় ইতোমধ্যে ওই তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজহা ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী অন্য ছাত্ররা হলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের মনোয়ার হোসেন সোহাগ, ইতিহাস বিভাগের তৌফিক আজীম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিয়াদ হোসেন, সংগীত বিভাগের মোর্তজা হাসান খান ও উর্দু বিভাগের বিপ্লব।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের একটি থানায় কর্মরত জেসমিন। পেশাগত পরিচয় দেওয়ার পরও আজহা ও তার সহযোগীরা জেসমিন ও তার ছোট ভাইকে হেনস্তা করেন। এক পর্যায়ে অভিযুক্তরা কনস্টেবলের গায়ে হাত তোলেন এবং সাড়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এসব কাজ কীভাবে করে! এদিকে জেসমিন প্রক্টর অফিস বরাবর একটি দরখাস্ত দেবেন। দরখাস্ত ও এজাহার অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেব।