Main Logo
আপডেট : ১৬ মে, ২০২৪ ১৭:৩৭

জাতীয় বিশ্ববিদ্যালয়: সন্ধ্যায় অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়: সন্ধ্যায় অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট চারলাখ ৩৩ হাজার ৮১৯ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রে অংশ নিয়েছে। এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফল জানতে সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

উপরে