Main Logo
আপডেট : ১৭ জুলাই, ২০২৪ ১১:০২

টিএসসি ফাঁকা : অল্প সংখ্যক ছাত্র ঢাবির হল ছাড়ছেন

নিজস্ব প্রতিবেদক
টিএসসি ফাঁকা : অল্প সংখ্যক ছাত্র ঢাবির হল ছাড়ছেন

বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও হল থেকে ব্যাপক হারে শিক্ষার্থীদের চলে যেতে দেখা যাচ্ছে না। অল্প সংখ্যক শিক্ষার্থীকে আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে দেখা যাচ্ছে। অন্যদিকে আজ সকাল ১১ টা পর্যন্ত টিএসএসসি এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ও ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো পক্ষকে দেখা যাচ্ছে না।  তবে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই শাহবাগের দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ঢোকার পথ  অবরোধ করে সতর্ক অবস্থান নেয় পুলিশ। জাতীয় জাদুঘর ও পাবলিক লাইব্রেরির মাঝামাঝি স্থানে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের কর্মী, জরুরি প্রয়োজনে আগত মানুষ ও বিভিন্ন সংস্থার লোকজন ছাড়া বিশ্ববিদ্যালয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রাজু চত্বর বা টিএসসিতে নেই ছাত্রলীগ বা আন্দোলনকারী কোনো পক্ষ। অল্পসংখ্যক শিক্ষার্থীকে হল ছেড়ে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। তাদের চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ।

উপরে