Main Logo
আপডেট : ৭ মে, ২০২০ ১২:০১

ডিএ তায়েব যা বললেন

অনলাইন ডেস্ক
ডিএ তায়েব যা বললেন

 

করোনার কারণে বেশির ভাগ শিল্পীই এখন ঘরবন্দী। এর পরও কিছু শিল্পীএখনো ব্যস্ত।  তাঁদের বিচরণ শুধু বিনোদনের জগতেই নয়, তাঁদের মধ্যে কেউ চিকিৎসক, কেউ আবার আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। তাই এই সংকটপূর্ণ পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন।  তাদেরই একজন ডিএ  তায়েব। তিনি গণমাধ্যমকে জানান তার কর্ম ব্যস্ততার কথা। 
অভিনেতা ও নির্মাতা ডি এ তায়েব বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র ইন্সপেক্টর। বর্তমান পরিস্থিতিতে নিয়মিত কাজ করে যেতে হচ্ছে তাঁকে। প্রতিদিন সব ধরনের সতর্কতাবিধি মেনে অফিসে যাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গাড়ির চালককে সঙ্গে না নিয়ে, নিজেই গাড়ি চালিয়ে অফিসে যান। অফিসেও যথাসাধ্য দূরত্ব মেনে কাজ করার চেষ্টা করছেন। এই অভিনেতা বলেন, ‘অনেক দিন আগে থেকে সব ধরনের শুটিংয়ে অংশ নেওয়া বন্ধ করেছি। করোনার এই সময়ে অফিস নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। বর্তমানে আমার ওপর যে দায়িত্ব রয়েছে, সেখানে আমাকে আসামি ধরতে হয় না। কোনো গন্ডগোল নেই। তারপরও সব সময় করোনা নিয়ে সচেতন থাকতে হচ্ছে, সবাইকে সচেতন করতে হচ্ছে। বাইরে থাকলে প্রতিটা মুহূর্ত খুব দুশ্চিন্তা হয়। মনে হয় এই বুঝি আক্রান্ত হয়ে গেলাম।

উপরে