Main Logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৩ ১২:৫৯

তারেক মাহমুদ ছিলেন নিরহাঙ্কারী একজন মানুষ

নিজস্ব প্রতিবেদক
তারেক মাহমুদ ছিলেন নিরহাঙ্কারী একজন মানুষ

অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ ছিলেন নিরহাঙ্কারী একজন মানুষ। সদা হাস্যজ্বল মানুষটি মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন। কি অভিনয়, কি আবৃত্তি সব খানেই ছিল তার পদচারণা। সেই মানুষটি আজ নেই। গত  বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন। ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।

 

উপরে