Main Logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩ ১০:১৭

প্রথম চুমুতেই কেল্লাফতে! ৩১ বছর পর ডেবিউ অ্যাওয়ার্ড পেলেন কাজল

অনলাইন ডেস্ক
প্রথম চুমুতেই কেল্লাফতে! ৩১ বছর পর ডেবিউ অ্যাওয়ার্ড পেলেন কাজল

ডিজনি প্লাস হটস্টার দিয়ে ওয়েব ডেবিউ করেছিলেন কাজল চলতি বছরেই। শুধু তাই নয়, ক্যামেরার সামনে নো কিসিং পলিসি ভেঙে চুমুও খেয়েছিলেন। আন্তর্জাতিক সিরিজ দ্য গুড ওয়াইফের ভারতীয় রূপান্তর ছিল ট্রায়াল। OTTplay অ্যাওয়ার্ড ২০২৩-এ ট্রায়াল-এর জন্য কাজল সেরা ডেবিউ (মহিলা) জিতেছে। নয়নিকা সেনগুপ্ত নামে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। 

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পর ডেবিউ অ্যাওয়ার্ড জেতার বিষয়ে মুখ খোলেন কাজল। বলেন, ‘আমি আমার বক্তৃতার জন্য পরিচিত নই। তাই আমি এটিকে সংক্ষিপ্ত এবং মিষ্টি রাখব। এটি সম্ভবত আমার জীবনে প্রথম ডেবিউ অ্যাওয়ার্ড পেয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ।’ আরও পড়ুন: খালি গায়ে নীল, কালো স্নানপোশাকে তৃণা! দেশ না বিদেশ, কোথায় জমল তৃনীলের ভ্যাকেশন? 

‘ওটিটি একটি আশ্চর্যজনক প্ল্যাটফর্ম। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, আমরা একটি আশ্চর্যজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে ডেবিউ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এবং এখানে থাকা সমস্ত বিস্ময়কর প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’, জানান কাজল। আরও পড়ুন: থরথর করে কাঁপল হাত, বন্ধু সতীশ কৌশিকের শেষ বার্তা পড়তে গিয়ে চোখে জল অনিলের

‘দ্য ট্রায়াল’ সিরিজে দেখা যায় যৌন সুবিধে নেওয়ার অপরাধে জেলে যায় কাজলের (নয়নিকা সেনগুপ্ত) স্বামী যিশু (রাজীব সেনগুপ্ত)। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়বে কাজলের কাঁধে। এরপর নিজের পুরোনো পেশায় (আইনজীবী) ফিরবে সে। গল্প বলছে, কলেজ জীবনে আলি খান অভিনীত চরিত্রের (বিশাল চৌবে) সঙ্গে সম্পর্কে ছিলেন কাজল, পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এবং শেষমেশ রাজীবকে বিয়ে করে নয়নিকা। কিন্তু রাজীবের জেলে যাওয়ার পর হঠাৎ করেই নয়নিকার জীবনে ফিরে আসে পুরোনো প্রেম। পরিণতি ছিল মাখোমাখো চুমু। পুরনো সম্পর্ক আর স্বামীকে নিয়ে দোটানায় পড়ে যায় নয়নিকা। আরও পড়ুন: একই মঞ্চে সম্মানিত কার্তিক-প্রসেনজিৎ, আর কারা জিতলেন ওটিটি প্লে অ্যাওয়ার্ডস?

কাজের সূত্রে, কাজলকে পরবর্তীতে আরও একটি ওটিটি ফিল্ম, দো পাট্টি-তে দেখা যাবে। যাতে রয়েছেন কৃতি শ্যানন। এখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যা আগামী বছর মুক্তি পেতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

 

উপরে