Main Logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৯:৪৫

অমিতাভ বচ্চনের নাতি এখন সিনেমার নায়ক

অনুষ্ঠানে গিয়ে আপ্লুত অমিতাভ

অনলাইন ডেস্ক
অনুষ্ঠানে গিয়ে আপ্লুত অমিতাভ

অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের ছেলে অগস্ত্য আর ছোট নেই! এখন সে সিনেমার নায়ক। হটসিটে বসা নাতিকে দেখে আবেগঘন হয়ে পড়েন অমিতাভ। ফিরলেন অগস্ত্যর ছেলেবেলার স্মৃতিতে।

হিন্দি তথা ভারতীয় সিনেমার অন্যতম প্রবাদপ্রতিম নাম অমিতাভ বচ্চন। কবি হরিবংশ রাই বচ্চনের সুপুত্র জীবন্ত কিংবদন্তি। ২৩ বছর আগে তাঁর ছেলে অভিনয়ের জগতে পা রেখেছিল। কেরিয়ারের শুরু থেকে বচ্চন-পুত্র হওয়ার বোঝা কাঁধে বয়ে বেড়াচ্ছেন অভিষেক। এবার এই পরিবারের তৃতীয় প্রজন্ম নাম লেখালো বলিউডে।
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সেই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন অগস্ত্য নন্দা। অমিতাভ বচ্চনের পপৌত্র (মেয়ের ছেলে) তিনি। প্রথম ছবির প্রচারে নাতির পাশে থাকবেন না অমিতাভ! সেটাও কী হয়, তাই অগস্ত্য আর গোটা আর্চিস টিম পৌঁছেছিল কেবিসির মঞ্চে। সেখানে গিয়ে দাদুকে মাখন লাগানোর চেষ্টা করেও ব্যর্থ হন অগস্ত্য। তবে হাসি ঠাট্টার মাঝেই নাতির কথা বলতে গিয়ে আবেগী অমিতাভ।

 শাহেনশাকে বলতে শোনা গেল, ‘ওর জন্মের পাঁচ মিনিট পর ওকে কোলে নিয়েছিলাম। ছোটবেলায় ওর একটা অভ্যস ছিল, আমার দাঁড়িতে আঙুল দিয়ে চুলকাত। সেই ছোট্ট ছেলে এখন সিনেমার নায়ক’। একদৃষ্টিতে তাকিয়ে দাদুর কথা শুনছিল অগস্ত্য। আবেগঘন হয়ে পড়ে সেও। বচ্চন কন্যা শ্বেতার একমাত্র ছেলে অগস্ত্য।

‘দ্য আর্চিস’ কো-স্টার মিহির এবং যুবরাজের সঙ্গে কেবিসির হটসিট শেয়ার করবেন অগস্ত্য। অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ কন্যা, সুহানা খান ও ছবির পরিচালক জোয়া আখতারও। তবে শুধু যে ইমোশন্যাল মুহূর্ত ধরা পড়বে তা নয়, প্রোমোতে অগস্ত্যকে হাসিমুখে বলতে শোনা গেল, ‘দাদু তুমি মহান, শুধু আমাকে সহজ প্রশ্ন করো’। নাতির মুখে নিজের প্রশংসা শুনে এতটুকুও গললেন না অমিতাভ, বরং মিষ্টি করে বকে দেন নাতিকে। দৌহিত্রর উদ্দেশে তাঁর বার্তা- ‘এই নানু-ফানু কেবিসি-র মঞ্চে চলবে না, মাখনটা অন্য কোথাউ লাগিও’। একথা শুনে দর্শকাসন থেকে ভেসে আসে হাসির রোল!

গত ৭ই ডিসেম্বর থেকে স্ট্রিমিং শুরু হয়েছে আর্চিসের। গত মঙ্গলবার এই ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিল গোটা বচ্চন পরিবার। অগস্ত্যর জীবনের অন্যতম সেরা মুহূর্তে ভরসার হাত কাঁধে রাখলেন তাঁর মেগাস্টার দাদু অমিতাভ। অগস্ত্যকে আগলালেন জয়া-ঐশ্বর্যরা। আর্চিসের প্রিমিয়ারে অগস্ত্যর হাত শক্ত করে ধরে থাকেন মামা অভিষেক। বোনপোর জন্য় আদরমাখা বার্তায় লেখেন- 'তোমাকে একটাই কাজ করতে হবে, আমার কাছে পৌঁছাতে হবে। আমি সবসময় তৈরি থাকব তোমার হাত ধরতে, সিনেমার জগতে স্বাগত আমার প্রিয় অগস্ত্য'।

সুত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

উপরে