Main Logo
আপডেট : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪০

রিয়েলিটি শোতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক
রিয়েলিটি শোতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবার হাজির হচ্ছেন টেলিভিশনের রিয়েলিটি শো-তে । দিদি নম্বর ১ নিয়ে ধামাকা খবর! রচনার শো-এ হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ তারিখেই নাকি জি বাংলার জনপ্রিয় গেম শো-এর শ্যুটিং সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
গত মাসেই দিদির সঙ্গে দেখা করতে নবান্নে হাজির হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। মুখোমুখি দুই দিদির দেখা হয়েছে, সেই খবর ছড়িয়ে পড়তেই রচনার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কানাঘুষো শুরু হয়। অনেকেই মনে করেছিল, বোধহয় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের নতুন মুখ রচনা। তখনও কেউ ভুলেও ভাবেননি এখানে উলোট পুরাণ! দিদি নম্বর ১-এর মঞ্চে দিদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-‘দিদি'র দুয়ারে 'দিদি নং ওয়ান'! নবান্নে মমতার কাছে রচনা, ভোটে দাঁড়াচ্ছেন নাকি?
১৫ বছরেই মা হন, ইলার দ্বিতীয় বিয়ে দেয় মেয়ে! মা-মেয়ের লড়াইয়ের কাহিনি শুনে অবাক রচনা

বাংলার মানুষের কাছে দিদি মানেই দু-জন। মমতাদিদি এবং রচনাদিদি। এবার দেখা হবে দুই দিদির। ঘটনাচক্রে দুজনেরই পদবি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’ এর সেটে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইন্ডোর স্টুডিও নয়, ওই দিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১-এর সেটে দেখা মিলবে বাংলার দুই প্রিয় দিদির। প্রথমবার মুখ্য়মন্ত্রী রিয়ালিটি শো-এর আসরে, তাঁর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ১৮ তারিখ (রবিবার) মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। 

গত মাসে মমতার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রচনা বলেছিলেন, চ্যানেলের তরফে একটা প্রস্তাব নিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। রচনার আমন্ত্রণে সাড়া দিয়েছেন এমনটাই খবর। ভোটের আবহে দিদি নম্বর ১-এর মঞ্চে মমতার উপস্থিতিকে হালকা ছলে নেবে না বিরোধিরা। বর্তমানে গৃহিণীদের কাছে সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশন শো এটি। সেখানে মমতা অতিথি হিসাবে হাজির হবেন নাকি প্রতিযোগী হিসাবে তা জানা যায়নি। 


তবে দ্য ওয়ালের রিপোর্ট বলছে, শ্যুটিং সেটে মমতার নিরাপত্তা আঁটসাঁট করতে কোনও খামতি রাখতে চায়নি পুলিশ-প্রশাসন। সব ঠিক থাকলে ২১শে ফেব্রুয়ারি রচনার শো-এ হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রসঙ্গত, শুধু বাংলা ছবিতে নয়, একসময় গোটা দেশের বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন হিন্দি, তামিল, তেলুগু, ওড়িয়া ও কন্নড় ছবিতেও। ১৯৯৯ সালে 'সূর্যবংশম' অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করে নজর কেড়েছিলেন। তবে বর্তমানে সিনেমা আর তাঁকে সেভাবে বহুদিন কাজ করতে দেখা যায়নি। এখন তিনি শুধুই ‘দিদি নং ওয়ান’। ছোটপর্দায় তাঁর এই শোটির জনপ্রিয়তা শিখর ছুঁয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

উপরে