রোনালদো বা রুনি নন, গারনাচো গারনাচোই
গোলটি দেখে কেউ তুলনা টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে, কেউবা বলছেন ওয়েইন রুনির কথা। তবে একটা জায়গায় প্রায় সবাই একমত, এখন পর্যন্ত এটিই মৌসুমের সেরা গোল।
বলা হচ্ছে রোববার রাতে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোর গোলের কথা। ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইউরোপীয় ফুটবল ক্যারিয়ারে একই ধরনের গোল করেছিলেন রোনালদো ও রুনি। যে কারণে ধারাভাষ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে গারনাচোর গোলের আলোচনায় উঠে এসেছে এ দুজনের নাম। পর্তুগিজ ও ইংলিশ তারকার সঙ্গে গারনাচোকে তুলনাও করেছেন অনেকে। এ নিয়ে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য গারনাচোকে গারনাচোর জায়গাতেই রাখতে বলেছেন।
এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ৩–০ ব্যবধানের জয়ের পর টেন হাগ রোনালদো–রুনির সঙ্গে গারনাচোর তুলনা নিয়ে বলেন, ‘তুলনা করবেন না। এটা ঠিক নয়। এদের প্রত্যেকের নিজস্ব পরিচয় আছে। গারনাচোকে বাকি দুজনের কাছে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে।’
গারনাচোর মধ্যে বড় খেলোয়াড় হয়ে ওঠার সম্ভাবনা দেখেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ
গারনাচোর মধ্যে বড় খেলোয়াড় হয়ে ওঠার সম্ভাবনা দেখেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগএএফপি
গারনাচোকে রোনালদো বা রুনির মানে যেতে কী করতে হবে, সেটাও বলেছেন টেন হাগ, ‘এ ধরনের পারফরম্যান্স নিয়মিতভাবে করতে হবে, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে দুর্দান্ত কিছু করার ভালো সম্ভাবনাই আছে গারনাচোর। আমরা এমনটা প্রথম দেখছি না। ওর কাছ থেকে ঝলক এরই মধ্যে কয়েকবার দেখেছি। তবে রুনি বা রোনালদোর মতো হলে প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমে ২০–২৫টি করে গোল করতে হবে। এটা করা সহজ নয়। তবে তার সম্ভাবনা আছে।’