কোপা আমেরিকা ফাইনাল : প্রথমার্ধে গোল শূণ্য
কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা–কলম্বিয়ার মধ্যে কোনই দলই প্রথম ৪৫ মিনিটে গোল করতে পারিনি। গোল শূণ্য অবস্থায় তারা্ বিরতিতে গিয়েছে। এর আগে খেলা দেখতে টিকিট ছাড়াই হার্ড রক স্টেডিয়ামের আশপাশে ভিড় জমিয়েছেন প্রচুর দর্শক। যাঁরা বেষ্টনী পেরিয়ে এবং নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশের চেষ্টা করায় তৈরি হয়েছে বিশৃঙ্খলা। যে কারণে প্রথমে আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হয় খেলা। এরপর আবার পেছানো শুরু হয়। অবশেষে প্রায় ১ ঘন্টা পর খেলা শুরু হয়েছে।
এর আগে দুই দলের খেলোয়াড়েরা যথাসময়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। মেসিদের মাঠে নেমে গা গরম করতেও দেখা যায়। তবে দর্শকদের গণ্ডগোলে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। ম্যাচ পিছিয়ে গেলেও দুই দল নিজেদের সেরা একাদশ নিয়ে শিরোপা লড়াইয়ের জন্য প্রস্তুত। আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, এনজো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
কলম্বিয়ার একাদশ: কামিলো ভারগাস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিডসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইউহান মোহিকা, রিচার্ড রিওস, জেফারসন লার্মা, ঝন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, ঝন করদোভা।