দুর্দান্ত সাকিব আল হাসান তুলে নিলেন আরো একটি ফিফটি। তামিম ইকবালের পর মুশফিকুর রহিমের সঙ্গেও তার ফিফটি ছোঁয়া জুটি হলো। তাতে আফগানিস্তানের বিপক্ষে বড় স্কোর গড়ার শক্ত ভিত পেল বাংলাদেশ।
সোমবার সাউদাম্পটনে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের অর্ধেকটা বিশ্লেষণ করলে এভাবেই লেখা যেত। তবে ৩০-৩২তম ওভার; এই তিন ওভারে মুজিব উর রহমান জোড় আঘাত হেনেছেন। ওয়ানডেতে নিজের ৪৫তম ফিফটি পূরণের পর পরই ফিরে গেছেন সাকিব। এরপর ফিরে যান পাঁচ নম্বরে ব্যাট করতে নামা সৌম্য। মুজিবের বলে দুজনই এলবিডব্লিউ হয়ে ফিরেছেন।
বিশ্বকাপে ব্যাট হাতে স্বপ্নের সময় পার করছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ফিফটিটি এবারের আসরে তার ষষ্ঠ ইনিংসে পঞ্চম ফিফটি ছোঁয়া স্কোর। যার দুটি ছিল সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩৩ ওভার শেষে ১৫৩/৪। মুশফিকুর রহিম ৩৯ ও মাহমুদউল্লাহ ১ রান নিয়ে ব্যাট করছেন।