আপডেট : ২৩ জুলাই, ২০১৯ ০৮:২১
তুরস্ক ও রাশিয়া সফরের উদ্দেশে নৌপ্রধানের ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিবেদক
তুরস্ক ও রাশিয়ায় ছয়দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা।
তুরস্ক অবস্থানকালে নৌপ্রধান দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজভাল ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াছের গুলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন। তুরস্ক সফর শেষে নৌপ্রধান রাশিয়া গমন করবেন। ২৮ জুলাই তিনি দেশটির নৌ দিবস উপলক্ষে অনুষ্ঠেয় নেভাল প্যারেডে অংশ নেবেন। ৩১ জুলাই নৌপ্রধান দেশে প্রত্যাবর্তন করবেন।