logo
আপডেট : ১ জুন, ২০২০ ০৯:০৫
সংগীত পরিচালক ওয়াজিদ খান না ফেরার দেশে
নিজস্ব প্রতিবেদক

সংগীত পরিচালক ওয়াজিদ খান না ফেরার দেশে

সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ আর নেই। সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর নিশ্চিত করেন সংগীত পরিচালক সেলিম ও গায়ক সোনু নিগম। তবে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু হয়েছে কি-না তা এখনও স্পষ্ট নয়।

বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিল। সেই দুই সংগীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন।

সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় জানান, ‘সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।’

বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

সালমান খানের অন্যতম প্রিয় জুটি ছিল সাজিদ-ওয়াজিদ। সালমানের ছবি দাবাং-৩-এর মিউজিক লঞ্চে শেষ দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।

গায়ক সোনু নিগম টুইট করেছেন, ‌‘আমার ভাই ওয়াজিদ খান চলে গেল আমাদের ছেড়ে।’


পরিচালক-লেখক মিলাপ টুইট করে জানিয়েছেন, ‘ওয়াজিদকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়। আমি শুনেছিলাম আজ (রোববার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে একটি মেসেজ পাঠিয়েছিলাম। কিন্তু সেটা ডেলিভার্ড হয়নি। এখন এই খারাপ খবরটা পেলাম।’

ওয়াজিদের মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সাজিদ-ওয়াজিদ বলিউডে ‘‌দাবাং-৩’, ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’, ‘এক থা টাইগার’, ‘তেরি মেরি কাহানি’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছেন।