logo
আপডেট : ৭ জুন, ২০২০ ২১:৫৭
প্রাক সিদ্ধান্ত
আশফাকুল নোমান

প্রাক সিদ্ধান্ত


পশ্চিমের ঘরে আমাকে দেখলেই  ভেবো না

সেজদায় লুণ্ঠিত হবার দারুণ বাসনা;  

আর পূবের ঘরে দেখলেই ভেবো না 
কায় মনোবাক্যে করছি সূর্যের বন্দনা ।  
আমি দাঁড়িয়ে  আছি তার মানে এই নয় যে 
বসবার শারীরিক সামর্থ্য নেই একেবারে;  
আর বসে থাকলে কি ভেবে ফেলবেই 
দাঁড়াতেই চাই না যে মোটেই । 
আমার নীল শার্টে আকাশের রঙ নেই কোন 
সাদা শার্টে কেন রঙের বীজ বোন। 
আমি ডানে হাঁটলেই ভেবো না গোপনে 
বসে আছে কেউ অপেক্ষার প্রহর গোনে;  
শুধু খারাপ মানুষেরাই ভিড় করে না বামে 
কাজের খাতিরে ছুটছে সবাই উত্তর দক্ষিণে। 
উপরে নীল মানেই আকাশ নয় ওটা  
ভেসে বেড়ালেও মেঘই ভাসে তুলা নয় সেটা।  
গোলাপ কে তুমি সুন্দর বললেই সুন্দর হবে সে 
এমন ভাবনার  দিন বহু আগেই ফুরিয়েছে ।
সূর্য উঠলেই দিন হবে তুমি যতই ভাব রাত 
যা শাশ্বত- চিরন্তন কারো ভাবনায় তার হবে না ব্যাঘাত ।
তোমার ভাবনায় ভর করে যদি বিচার কর অন্যকে 
আমাকে আম না বুঝে আমড়া বোঝার ঝুঁকিটাই শুধু থাকে ।