আপডেট : ৮ জুন, ২০২০ ২৩:০০
দীর্ঘশ্বাসের হয় না ক্ষমা
মিজান মালিক
তোমরা যারা এক নিমিষে অযুত নিযুত নিরীহ প্রাণ
নিয়েছো কেড়ে তামাম ক্ষমতায়
বুলেটবিদ্ধ করেছো অক্ষম শিশুটিকেও
ভেবেছো এর হবে না কোনো প্রতিশোধ?
যদিও অনেক আগেই মরে গেছে তোমাদের বোধ!
তোমাদের মনগড়া ইচ্ছামেঘে ঢেকে গেছে অরূপ পৃথিবীর সব রঙ
এখন শুধু কানে ভেসে আসে
বিপন্ন মানুষের অসহায় কান্নার সুর
জানিনা আলো আর কতদূর নাকি আলোও বিদনাবিধূর!
করুণ দীর্ঘশ্বাসের হয় না ক্ষমা
অভিশাপ যদি ঘিরে ফেলে যাবে কতদূর?