আপডেট : ২৬ জুন, ২০২০ ২০:০২
ঝগড়া-ফ্যাসাদ
তাছাদ্দুক হোসেন
কিচির মিচির কিচ্
পাখির ডাকে ঘুম ভেঙেছে
নিদ্রা গুলমরিচ।
বসলো সভা হুল্লুরে হৈ
ভীষণ চেঁচামেচি,
সবাই মোড়ল চাচ্ছে সবে
ইচ্ছে মতো ছেঁচি।
বৃক্ষরাজি অবাক চেয়ে
হচ্ছেটা কী, ভাবে
খুন খারাবি জখম হলে
আইনে ফেঁসে যাবে।
ছন্নছাড়া লুকিয়ে যাবে দিন
পাখার ভরে থাকতে হবে
নিরন্ন ঘরহীন।
যেই না আসে খোকন সোনা
অমনি সবার ঘাড়
নামিয়ে জানায় জোর দুহাতে
ছালাম নমস্কার।
ঝগড়া ফ্যাসাদ থামে
শান্তি-বাতাস নামে।