মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওযার কারনে আজ ১১ জুন শুক্রবার থেকে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারনে জেলাটি থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য গণমাধ্যমকে জানান৷
তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণের বিস্তার রোধে ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে। এ সময়কালে পাঁচটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন চলাচল সম্পূর্ণরুপে বন্ধ থাকবে৷ সেসঙ্গে চারটি আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে৷
লকডাউনেন সময়কালে সম্পূর্ণ বাতিল করা হয়েছে ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস নামের ট্রেনটি। এ ছাড়া তিতুমীর এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেনগুলোর যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। এই ট্রেনগুলোর মধ্যে রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে চলে তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী- বীমুসিই-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস এবং ঢালারচর- রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেস চলাচল করে।
রাজশাহী-খুলনা-রাজশাহী রুটের সাগরদাড়ী এক্সপ্রেস, ঈশ্বরদী-খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-ভাঙা-রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস, ঈশ্বরদী- ভাঙ্গা-ইশ্বরদী, চিলাহাটি-রাজশাহী-চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি-আব্দুলপুর-চিলাহাটি এবং রাজশাহী- গোবরা রাজশাহী রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী- গোবরা-ঈশ্বরদী রুটের চলাচল করবে৷ এর পাশাপাশি রহনপুর-খুলনা-রাজশাহী ও পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেনও বাতিল করা হয়েছে৷
এছাড়াও শুক্রবার (১১ জুন) রাজশাহী স্টেশন হতে মধুমতি, সাগরদাঁড়ি ও মহানন্দা এক্সপ্রেস ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাবে৷ যা ফিরতি পথে ইশ্বরদী এসে যাত্রা শেষ করবে। পরবর্তী দিন হতে ট্রেনগুলো ঈশ্বরদী হতে পরিচালিত হবে।
সূত্র : কালের কণ্ঠ