logo
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১২:০১
কোপা আমেরিকা ফুটবল
১ গোলে জিতলো আজেন্টিনা
নিজস্ব প্রতিবেদক


১ গোলে জিতলো আজেন্টিনা

অবশেষে কোপা আমেরিকা ফুটবলের চ্যাম্পিয়ন হলো আজেন্টিনা। এক গোল দিয়ে তারা এ জয় পায়। প্রথম আধে দি মারিয়ার একমাত্র গোলের সুবাদে এক গোল করে স্বস্থি নিয়ে মাঠ ছাড়ে আজেন্টিনা।

আজ রবিবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় ব্রাজিলের রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। ফাইনালে প্রথম একাদশে দি মারিয়াকে ফিরিয়ে তার ওপর আস্থা রেখেছিলেন আজেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আস্থার যথাযথ মযদা রাখেন তিনি। মাঝমাঠ থেকে রিদ্রিগো দিপলের বাড়ানো বল ধরে ব্রাজিল গোল রক্ষক এদারসনের মাথার উপর দিয়ে তা জালে জড়িয়ে দেন দি মারিয়া।
এই খেলাকে কেন্দ্র করে দেড় হাজার মাইল দূরের দেশ বাংলাদেশে ছিল টান টান উত্তেজনা। রবিবার ভোরে খেলাটি হওয়ায় অনেকে সারারাত জেগেছেন। অপ্রুীতিকর পরিস্থিতি এড়াতে ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রামে পুলিশকে অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করতে হয়েছে। এর আগে ব্রাহ্মনবাড়িয়াতে খেলাকে কেন্দ্র করে সংঘষের ঘটনাও ঘটে গেছে। গত ৬ জুলাই ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলায় ব্রাজিল আজেন্টিনার সমথকদের মাঝে সংঘষের ঘটনা ঘটে। একে একজন আহত হন।  
গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়া শহরের পাইকপাড়ায় এলাকায় মাইকিং করে পুলিশ। মাইকে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ জুলাই আজেন্টিনা ব্রাজিলের এ দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে কোপা আমেরিকা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এমতাবস্থায় প্রজেক্টের মাধ্যমে বড় পদায় উন্মুক্ত স্থানে হাটবাজারে রাস্তার মোড়ে হোটেল রেস্টুরেন্ট, চায়ের দোকানে বাড়িঘরে পাড়া মহল্লায় বন্ধুবান্ধব একত্রিত হয়ে গণজমায়েত করে ফুটবল খেলা দেখতে পারবে না। 
এদিকে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ছয়টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ম্যাচকে সামনে রেখে শনিবার রাতে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে। সিএমপির বিজ্ঞপ্তিতে দুই দলের সমর্থকদের ‘উসকানিমূলক আচরণ’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য খেলার মতো ফুটবল খেলাও একটি নিছক বিনোদনের অংশ। তাই এই খেলার হার-জিতকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করা হবে আইন শৃঙ্খলার পরিপন্থী। এতে শহরের জনসাধারণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।
দুই দলের সমর্থকেরা পরস্পরকে জড়িয়ে কোনো ধরনের উসকানিমূলক আচরণ না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরূপ আচরণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।