ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইজি বাইক ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব; ছিনতাইকৃত ৪টি ইজি বাইক উদ্ধার।
গত ৩১ নভেম্বর সন্ধ্যায় র্যাব-১০ একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কদমতলী গোল চত্বর ও চড়াইল বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত ইজি বাইক ছিনতাই করার অপরাধে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নুর ইসলাম (৩৫), মোঃ রাজিব (২৮) ও মোঃ সজিব (২০) । এসময় তাদের নিকট থেকে ছিনতাইকৃত লাল, নীল ও সবুজ রংয়ের ৪টি ইজি বাইকসহ ইজি বাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ইং ২৬ অক্টোবর সকাল ১০ টার দিকে আসামী মোঃ নুর ইসলাম ) ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর বাজার রোড হতে জিনজিরা জনি টাওয়ারের সামনে যাবে বলে ইজিবাইক চালক মোঃ রাকিব হোসেন (২০) এর ইজবাইকটি রিজার্ভ ভাড়া করে। পথিমধ্যে ইজি বাইক চালক মোঃ রাকিব হোসেন (২০) কে ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে তার নিকট হতে ব্যাটারি চালিত ইজি বাইকটি ছিনতাই করে নিয়ে যায়। তখন ইজি বাইক চালক ও তার বাবা বিভিন্ন জায়গায় উক্ত ইজি বাইকটি খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি।
গত ৩১ অক্টোবর সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামী মোঃ নুর ইসলাম (৩৫) ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কদমতলী গোলচত্ত¡র এলাকায় আসলে উক্ত ইজি বাইক চালক ছিনতাইকারীকে দেখে চিনতে পারে। তখন সে তার বাবাকে খবর দেয়। ইজি বাইক চালক ও তার বাবা র্যাব-১০ কে জানালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত এলাকা হতে ইজি বাইক ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ নুর ইসলাম (৩৫) তার অন্যান্য সহযোগীদের পারস্পারিক সহযোগীতায় গত ২৬/১০/২০২১খ্রিঃ তারিখ উক্ত ইজি বাইক ছিনতাই করেছে বলে স্বীকার করে। আসামী মোঃ নুর ইসলাম (৩৫) এর দেয়া তথ্যমতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৯:১৫ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন চড়াইল বালুর মাঠ এলাকার সোহেলের অটো গ্যারেজে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাজিব (২৮) ও মোঃ সজিব (২০)কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে উক্ত ছিনতাইকৃত ইজি বাইকসহ বিভিন্ন রংয়ের মোট ৪টি ব্যাটারি চালিত ইজিবাইকসহ ইজি বাইকের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। অন্যান্য ইজি বাইক সম্পর্কে জানতে চাইলে সেগুলোও ছিনতাই করে আনা হয়েছে বলে জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত কেরাণীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাইর করত বলে জানা যায়। একই প্রক্রিয়ায় আরও ৫০/৬০ টি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে বলে জানায়। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে, তারা এসব ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইকগুলো কেরাণীগঞ্জ মডেল থানাধীন চড়াইল বালুর মাঠ এলাকার একটি অটো গ্যারেজে লুকিয়ে রাখত এবং পরবর্তীতে ইজিবাইক মালিকদের সংবাদ দিয়ে এনে টাকার বিনিময়ে ফিরিয়ে দিত। যারা টাকা দিতে পারত না তাদের ইজি বাইকের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে অন্যত্র বিক্রি করে দিত বলে জানা যায়।