logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২১ ০৯:১৫
আবারো রাজধানীর পুরান ঢাকায় আগ্নিকান্ডের ঘটনা
৫ জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

আবারো রাজধানীর পুরান ঢাকায় আগ্নিকান্ডের ঘটনা

আবারো রাজধানীর পুরান ঢাকায় কেমিক্যালের কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটলো। আজ ৫ নভেম্বর শুক্রবার সকাল পযন্ত ৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সাভিস কমীরা। 
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, যে ভবনে আগুন লেগেছে সেটি একটি জুতার সোল তৈরির কারখানা। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা কারখানাটির শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁরা শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে আসার পরই সেখানে উদ্ধার কাজ শুরু করি। পরে তৃতীয় তলায় অবস্থিত  কারখানাটির দ্বিতীয় তলা থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। 
এর  আগে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের  প্রাণ হারান ৭১ জন। ২০১০ সালে নিমতলি এলাকায় কেমিক্যালের আগুনে পোড়ে মারা যান ১৯৫ জন। এরপর নানা কথা হলেও, পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানো যায়নি। দুর্ঘটনার পর, পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানো নিয়ে হৈ চৈ হলেও, সময়ের সঙ্গে সবই থেমে গেছে। এখন সব চলছে, আগের মতো।