আপডেট : ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৪১
নওগা ও ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কেবিনেট মিটিং শেষে জানিয়েছেন নওগাঁ-ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ জন্য নওগাঁ-ঠাকুরগাঁওয়ে বিশ্ববদ্যালয়ের দুটি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এ দুটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি।