logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৩ ১১:৫৩
হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের
অনলাইন ডেস্ক

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে ফুটবল তারকা নেইমারের। আবারও অস্ত্রোপচার করাতে হবে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গতকাল উরুগুয়ের কাছে ব্রাজিলের খেলার মধ্য এ ঘটনা ঘটে। ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এ খেলায় উরুগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও তাঁর ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, নেইমারের এবারের চোট এতটাই ভয়ংকর যে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে। সেটা হলে আগামী বছর কোপা আমেরিকায় তাঁর খেলার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন। এখন থেকে ঠিক ৮ মাস পর।