logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২৩ ১৬:১৬
ফিলিস্তিনিদের জন্য মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত
নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনিদের জন্য মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

দোয়া প্রার্থনায় সবার সুস্থতা কামনা, পরিবার-পরিবার হেফাজত, ঈমানি ও বরকতময় জীবন, দেশ ও জাতির জন্য রহমত, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত ও রহমত দান, কবরবাসীদের জন্য ক্ষমা, পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, মহামারি থেকে মুক্তি ও উম্মতে মুহাম্মাদীদের জন্য রহমত প্রার্থনা করা হয়।
দোয়া ও মোনাজাতে অংশ নেন বায়তুল মোকাররমের মুসল্লিরা, ইসলামী দল-সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান। এ ছাড়া এদিন জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসলায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন সাধারণ মুসল্লিরা।
এ সময় তারা জাতিসংঘের কড়া সমালোচনা করেন।
এদিকে ইসলায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আগামীকাল শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।