মঙ্গলবার ১ নভেম্বর ৫০ বছরে পা রাখলেন ঐশ্বর্য রাই বচ্চন। যদিও বয়সের ধারণা করা চাপ প্রাক্তন বিশ্বসুন্দরীকে দেখে। ম্যাঙ্গালুরুর কৃষ্ণারাজ রাই এবং বৃন্দা রাই-এর কোল আলো করে জন্মান। যদিও ছোট বয়সেই মা-বাবার সঙ্গে চলে আসেন মুম্বইতে। ১৯৯৭ সালে সিনেমার দুনিয়ায় পা রাখা তামিল সিনেমা ইরুভার দিয়ে। বলিউডেও প্রথম কাজ ওই বছরই, মুক্তি পেয়েছিল অউর প্যায়ার হো গ্যয়া। তার আগে ১৯৯৪ সালে জিতেছিলেন মিস ওয়ার্লডের খেতাব।
ঐশ্বর্যর প্রথম চর্চিত প্রেম ছিল সলমন খানের সঙ্গে। ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম-এর সেটে যা শুরু হয়েছিল। তবে তা ভেঙে যায় ২০০২ সালে। রাই-সুন্দরীর অভিযোগ ছিল তাঁকে মারধর করতেন সলমন খান। করতেন নাকি গালিগালাজও। এরপর বিবেক ওবেরয়ের সঙ্গেও প্রেম হয় তাঁর। আর সেটা ভেঙে যায় ২০০৫ সালে।
অভিষেক বচ্চনের সঙ্গে প্রেম হয় ঐশ্বর্ষর ধুম ২-এর সেটে। ২০০৭ সালের জানুয়ারিতে হয়েছিল এনগেজমেন্ট আর ২০ এপ্রিল বিয়ে। তবে অনেকেই বিশ্বাস করেন, অভিষেককে বিয়ের আগে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বর্যর। অভিনেত্রীর কুণ্ডলীতে নাকি ছিল মাঙ্গলিক দোষ। আর সেই কারণেই নাকি বচ্চন পরিবার গাছকে বিয়ে করার উপদেশ দিয়েছিল। এতে নাকি কেটে যাবে সব কুনজর।
২০০৮ সালে এই নিয়ে মুখও খুলেছিলেন ‘পনিয়িন সেলভান’ অভিনেত্রী। ‘গাছের সঙ্গে বিয়ে’-র গুজব উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে জানান যে, শুধু দেশে নয়, বিদেশেও সাংবাদিকরা তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছে। যা খুব বিব্রতকর।
ঐশ্বর্য জানান, অভিষেককে বিয়ের আগে তাঁকে নিয়ে ওঠা ‘গাছের সঙ্গে বিয়ে’ খবর নজর এড়ায়নি তাঁরও। কিন্তু ভেবেছিলেন, ‘কেন দেবেন অযাচিত গুরুত্ব’! অভিনেত্রীর মত, এই গুজবে মুখ খোলা খুব ‘অপ্রয়োজনীয়’ মনে হয়েছিল তাঁর। সঙ্গে বচ্চন পরিবার সিদ্ধান্ত নিয়েছিলেন এই নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন পরিবারের মাথা অমিতাভ নিজে।
কী বলেছিলেন অমিতাভ ‘গাছের সঙ্গে বিয়ে’ বিতর্কে?
২০০৭ সালেই এই নিয়ে মুখ খোলেন অমিতাভ। সরাসরি জানিয়ে দেন, তাঁর পরিবার একেবারেই 'কুসংস্কারাচ্ছন্ন' নয়। এমনকী বিগ বি-র দাবি ছিল তাঁরা ঐশ্বর্যর কোষ্ঠীও দেখেননি।
অমিতাভ বলেছিলেন, ‘গাছটা কোথায়? দয়া করে আমাকে দেখান। ঐশ্বর্য একটাই বিয়ে করেছে, আর সেটা হল আমার ছেলে। এবার যদি না আপনারা অভিষেককে গাছ ভেবে থাকেন।’
অভিষেকের প্রতিক্রিয়া কী ছিল?
টুইটার থুরি বর্তমান এক্সে প্রায়ই হ্যাস্যরস যুক্ত ব্যাঙ্গাত্মক টুইট করতে দেখা যায় অভিষেক বচ্চনকে। ২০১৬ সালে ঐশ্বর্যর গাছকে বিয়ে করার গুজবে প্রতিক্রিয়া দিয়ে লিখেছিলেন, ‘এবং শুধু রেকর্ডের জন্য, আমরা এখনও এই গাছটাকে খুঁজছি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা