logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২৩ ১২:০৪
আজকের ছড়া/কবিতা
হয় না বলা
তাছাদ্দুক হোসেন

হয় না বলা

তাছাদ্দুক হোসেন

মনকে খুলে হয় না বলা
মনের কথা, গুণ্ঠনে সে
আড়াল করে রাখে
লাজবাটিতে মুখ লুকিয়ে
দুগ্ধ চাটে একলা দেখে
দূরের নীলাটাকে।
একাই আসি নদীর পাড়ে
চুপকেসারে পাতার আড়ে
চোখ দুটোকে রাখি
কানকে পাতি পাখির ঠোঁটে
কিচমিচানো শব্দে ওরা
বলছে চুপে গোপন কথা 
একটা দুটো না কি?
কাউকে কেহ উদোম করে
নিজের যতো নয় যা শ্রুত
বলতে গিয়ে থামে
আমি কি আর ওদের থেকে
আল্দা কিছু এটুকু নয়
ভিতর ঘরে আটকানো যে
কথার কুঁড়ি ছটফটিয়ে ঘামে।