বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করে শ্রীলঙ্কা ২৭৯ রান করেছে। বাংলাদেশকে জিততে হলে লাগবে ২৮০ রান। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন আসালাঙকা। তিনি ২০৪ বলে ১০৮ রান করে বিদায় নেন। ৪৯.৩ ওভার খেলে অল আউট হয় শ্রিলঙ্কা।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কানদের বড় সংগ্রহ থেকে বিরত রাখতে শুরু থেকেই টাইট বল করছিলেন পেসাররা। প্রথম ওভারেই লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। তার গতিতে দলীয় ৫ রানের মাথায় সাজঘরে ফিরেন লঙ্কান ওপেনার কুশল পেরারা।
এরপর দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস। লঙ্কানদের বড় হতে থাকা এই জুটিতে ভাঙেন সাকিব আল হাসান। ১২তম ওভারের তৃতীয় বলে সাকিবের বলে শরিফুলের হাতে ক্যাচ হন মেন্ডিস।
পরেই ওভারেই পাথুম নিশাঙ্কাকে ফিফটি বঞ্চিত করেন মোস্তাফিজের পরিবর্তে দলে জায়গা নেওয়া পেসার তানজিম সাকিব।