logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২৩ ০৯:৫১
আজকের ছড়া/কবিতা
নারকীয়
তাছাদ্দুক হোসেন

নারকীয়

শব্দ করো না শব্দ করো না কোনো
জেগে যাবে ওরা জেগে যাবে ঘুম ভেঙে
রক্ত লাগানো থেঁথলানো মুখ,শোনো
গুঙরিয়ে উঠে,অলক্তে উঠে রেঙে।
জন্মেই শিশু পরাধীন দেখে মাটি
কুলুপ সাঁটানো নেই বাক স্বাধীনতা 
দুর্বৃত্তের সদম্ভ হাঁটাহাঁটি 
ভয়ার্ত করে জনপদ যথা তথা।
ঘরহীন জন জীবন্ত যাযাবর 
প্রাণহীন ঘুরে কঙ্কাল সারাদেশ
দুর্গম পথ পায়ে ফোটে কঙ্কর
সংগ্রামে সুখ-কষ্টের একশেষ।
হে বিবেক জাগো এইবেলা এইবেলা
থামাও এখুনি নারকীয় হোলিখেলা।