নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে লঙ্কানরা রানরেটের দিক দিয়ে বাংলাদেশের কাছাকাছিই ছিল। তবে আজ (বৃহস্পতিবার) বেঙ্গালুরুতে কিউইদের কাছে ৫ উইকেট আর ১৬০ বল থাকতে হারে রানরেট অনেকটাই কমে গেছে শ্রীলঙ্কার।
লঙ্কানদের এই বড় হারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন কিছুটা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। তবে কোনো কিছুই এখনও নিশ্চিত নয়।
শ্রীলঙ্কা-বাংলাদেশের পয়েন্ট সমান ৪। আজকের ম্যাচের আগে লঙ্কানদের রানরেট ছিল -১.১৬০, বাংলাদেশের -১.১৪২। ব্যবধান খুব বেশি না হলেও বাংলাদেশ এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার আট নম্বরে, লঙ্কানরা ছিল নয়ে।
এখনও পয়েন্ট তালিকায় পজিশন একইরকম আছে। তবে কিউইদের কাছে বড় হারে লঙ্কানদের রানরেট অনেকটাই কমে গেছে। এখন তাদের নেট রানরেট -১.৪১৯।
বাংলাদেশ তাই শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ আছে। তবে হারটা বড় হওয়া যাবে না। এমন ব্যবধানে হারা যাবে না, যাতে করে লঙ্কানদের চেয়ে রানরেট নিচে চলে যায়।
এছাড়া অন্য সমীকরণও আছে। ইংল্যান্ডের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। তাদের রানরেট এখন -০.৮৮৫। অর্থাৎ এখন সাতে থাকা ইংল্যান্ড যদি শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে, তবে তাদেরও বাংলাদেশের নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে।
আবার নেদারল্যান্ডসের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। তারা যদি অঘটন ঘটাতে পারে, তবে ডাচদের ৬ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ডাচরা চলে আসবে সাতে, ইংল্যান্ড রানরেট ঠিক রাখতে পারলে বাংলাদেশ চলে যাবে নয়ে। তবে নেদারল্যান্ডস হারলে তাদের আর ওপরে ওঠার সম্ভাবনা নেই। কারণ তাদের রানরেট অনেক কম (-১.৬৩৫)।
এমন বেশ কয়েকটি সমীকরণ বাংলাদেশের সামনে। তবে লঙ্কানরা আজ কিউইদের কাছে হারায় কিছুটা সুবিধাজনক অবস্থানেই আছে টাইগাররা।
যেহেতু এখন আট নম্বরে আছে। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে না হারলে আটে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ মিলবে সাকিবদের।