logo
আপডেট : ৯ নভেম্বর, ২০২৩ ২৩:০২
বঙ্গবন্ধু টানেলে ‘রেসিং’, ভাইরাল হওয়া সেই পাঁচটি গাড়ি জব্দ
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু টানেলে ‘রেসিং’, ভাইরাল হওয়া সেই পাঁচটি গাড়ি জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর (রেসিং) মামলায় পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে এসব গাড়ি জব্দ করা হয়।
 জব্দ হওয়া এসব গাড়ি প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে টানেল অতিক্রম করার ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে সমালোচনা করেন অনেকে। এরপর সাতটি গাড়ি চিহ্নিত করে চালকের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করে টানেল কর্তৃপক্ষ। এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি গাড়ি জব্দ করেছে।
জানতে চাইলে গাড়ি জব্দ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নগরের আলকরণ, ইপিজেড ও ডবলমুরিং এলাকা থেকে আমরা পাঁচটি গাড়ি জব্দ করেছি। বাকি গাড়িগুলো জব্দের চেষ্টা চলছে।’
গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। চালুর প্রথম দিনেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। এর সূত্র ধরে ১ নভেম্বর সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

চালুর প্রথম দিন টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে
চালুর প্রথম দিন টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেছবি: ভিডিও থেকে নেওয়া
টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টানেলের ভেতরে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। নিয়ম মেনে গাড়ি চলাচল, টানেলের ভেতরে ছবি না তোলা, ওভারটেক না করাসহ ১৪টি নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 

তবে টানেলের ভেতরে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পাশাপাশি মাঝপথে গাড়ি থামিয়ে ছবি তোলার একাধিক অভিযোগ এরই মধ্যে উঠে এসেছে। এ-সংক্রান্ত একাধিক ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।

সূত্র : প্রথম আলো