logo
আপডেট : ১০ নভেম্বর, ২০২৩ ১১:০৭
আজকের ছড়া/কবিতা
শৈল্পিক ছড়ি
আশফাকুল নোমান

শৈল্পিক ছড়ি

বাবাকে একটি ছড়ি কিনে দিয়েছি 
সাদা ছড়ি 
মাঝখানে নীলের হাল্কা আবেশ আর 
ছড়িটির মাথায় বসানো এক টুকরো হীরা 
বাবা ভর দিয়ে হাঁটেন 
আমার ভাল লাগে;  
আমিও ছোটবেলায় বাবার হাতে ভর দিয়ে হাঁটতাম 
আমার মনে পড়ে ; 
বাবাকে আমি ছড়ি কিনে দিয়েছি 
দামি ছড়ি , অনেক দামি, হীরা বসানো 
বাবা ভর দিয়ে হাঁটেন 
উদাস চোখে তাকিয়ে থাকেন 
ছড়িটি তাঁর পাশে পড়ে থাকে 
শৈল্পিক ছড়ি , হীরা  বসানো 
হীরার প্রতি তাঁর কোন আকর্ষণ তৈরি হয় না 
তবু ছড়ি নিয়ে বাবা হাঁটেন, একা একা 
আমার ভাল লাগে;  
বছরে দুবার আমি বাবার সাথে দেখা করতে যাই 
বাবা তখন আমার হাত ধরে হাঁটতে চান
আমি বুঝতে পারি 
কিন্তু আমি হাত এগিয়ে দেই না 
ছড়িটি এগিয়ে দেই 
তাঁকে ছড়িতে ভর দিয়ে হাঁটার অভ্যাস করতে হবে 
দামি ছড়ি , হীরা বসানো 
আমার হাতে আরও কত কাজ 
আমি বাবার দিকে হাত বাড়াই না 
ছড়ি এগিয়ে দেই 
বাবা উদাস চোখে তাকিয়ে থাকেন 
আমার দিকে 
আমি ছড়ির মাথার হীরাটি বাবাকে দেখাই 
আমার ভাল লাগে ।