রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় এক কিশোরকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় সিয়াম (১৮) নামে ওই কিশোরকে আটক করা হয়। রাতে কাফরুল থানার ওসি মো. ফারুকুল আলম জাগো নিউজকে এ তথ্য জানান। আটক যুবকের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে ওসি বলেন, থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাসে আগুন লাগার খবর পেলেও তাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়। নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।