logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩ ১০:০৫
আজকের ছড়া/কবিতা
দ্বিধা
আশফাকুল নোমান

দ্বিধা

এক ঘরেতে থাকছ তুমি আরেক ঘরে বাস
এক জমিতেই করছো তুমি হরিত নীলের চাষ।
এক হাতেতে  রাখছ ধরে ফর্সা কোন হাত 
অন্য হাতে আটকে ধর আদিম কোন রাত।
এক আকাশে  উড়াও তুমি তোমার যত ঘুড়ি
অন্য হাতে মেঘের সাথে করছো লুকোচুরি।
গলায় দিয়ে ফুলের মালা করছো যারে আপন
তার পাযে শিকল বেঁধে করছ সময় যাপন।
হৃদয় মাঝে বাস করে কখন কে বা কি
বুঝতে গেলে জীবন পেরোয় নাচে নর্তকী ।