হরতালে এবার অটোরিক্সায় আগুন দিলো দুবৃত্তরা। পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রোববার থেকে দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ভোর ৬টায় হরতাল শুরুর আগেই শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ১০টির মতো পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অটোেরিক্সার আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস জানায়, ওয়ানস্টার হোটেলের সামনে সকাল ৮ টার দিকে অটোরিকশাটি লক্ষ্য ককটেল ছোড়া হয়। সেটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস পরে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর জানায়নি ফায়ার সার্ভিস।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ১০টি গাড়িতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, ১০টি যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঢাকা সিটিতে ৪টি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, জয়পুরহাটে ৩টি, চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লায় ২টি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে ১টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১টি ট্রাক, ১টি পিকআপ ও ১টি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।