logo
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩ ০৯:০৮
আজকের ছড়া/কবিতা
মেঘের পটে সূর্য আঁকে ছবি
আবু সাঈদ কামাল

মেঘের পটে সূর্য আঁকে ছবি

হালকা মেঘে আকাশ যখন 
আবেগপ্রবণ হয়,
রোদের ছোঁয়ায় মেঘের ছবি 
কত কথা কয়।

মেঘ ছাড়া কি রংধনুকে
চিন্তা করা যায়,
বুকের কষ্টের আবীর দিয়ে
সৃষ্টির সুখকে পায়।

মেঘের পটে সূর্য আঁকে
সাত রঙের যে ছবি,
ভিন্ন চোখে দেখতে পারে
হয়তো কেবল কবি।