
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩ ০৯:৩৮
আজকের ছড়া/কবিতা
সেই কবে থেকে
কাব্য সুমী সরকার
কাব্য সুমী সরকার
সেই কবে থেকে জীবনের পথ হেঁটে চলেছি...
মুগ্ধতায় কেটেছে কিছুকাল
কিছুকাল খেয়ালিপনার
যখন কাঁধে পড়লো ভার
খুঁড়িয়ে চলেও জেনেছি জীবন অভিজ্ঞতার।
অতঃপর করে যাচ্ছি এ পথে সংগ্রাম
বিশ্বাস করো নেবার অনেক কিছুই ছিলো
লোভের সীমানা প্রাচীরের ভেতর থেকে
উঁকি দিয়েছে নিত্য নতুন মোহ
ইশারায় ডেকেছে সুশোভিত কারুকাজে সজ্জিত সুখ
আমি দুপায়ে মাড়িয়ে
চলেছিলাম বেশ, একা...
হঠাৎ দেখি আমার সাথে আরেকটা ছায়া
আমি তাকে খুব সহজেই চিনে ফেললাম
সেই দিন থেকেই আমি সব পাশ কাটিয়ে
তাকেই নিয়েই নিয়ত চলি।
পেয়েছি যারে, নাম তার নিয়তি
যা সত্য ভেবে সুখ দুঃখে ভাসায় আমারে
তার তরেই এখন সকল ভক্তি।