শেখ মোরসালিন দেশের ফুটবলপ্রেমীদের প্রিয়পাত্র হয়ে গেছেন বেশ আগেই। এবার আন্তর্জাতিক অঙ্গনেও তাঁকে নিয়ে হচ্ছে আলোচনা। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড, যেটি এশিয়ান কাপেরও সরাসরি বাছাই, সেখানে লেবাননের বিপক্ষে অসাধারণ এক গোল করে তিনি এখন এশিয়ান ফুটবলের রাডারে।গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় মোট ৩৬টি ম্যাচ হয়েছে।
সেখান থেকে শীর্ষ ৯ জন পারফরমারকে বেছে নিয়েছে এএফসি। যে তালিকায় আছেন টনেটহাম হটস্পারে খেলা দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন। আরো আছেন কাতারের আলমোয়েজ আলী, ইরানে মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরা। এশিয়ার এই সেরাদের পাশেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শেখ মোরসালিন।
লেবাননের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে বক্সের বাইরে থেকে অসাধারণ একটা শটে স্বাগতিকদের ১ পয়েন্ট পাইয়ে দিয়েছেন তরুণ এই তারকা। এত কম বয়সে এমন বড় ম্যাচে তাঁর জ্বলে ওঠা নিয়েই হচ্ছে আলোচনা।
মোরসালিন জাতীয় দলে ৯ ম্যাচে এর মধ্যেই করে ফেলেছেন ৪ গোল। গত সাফেও একটি অসাধারণ গোল আছে তাঁর।
সাফে ২ গোলের পর লক্ষ্যভেদ করেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও। এর পরই র্যাংকিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে লাল-সবুজের হয়ে সমতা ফেরানো ওই গোল। সন বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার হয়ে দুই ম্যাচে এরই মধ্যে করেছেন ৩ গোল। দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তাঁর জোড়া লক্ষ্যভেদ। ওদিকে জাপানের হয়ে আলো ছড়াচ্ছেন ফেইনুর্দ স্ট্রাইকার আয়াসে উয়েদা।
দুই ম্যাচে ৫ গোল তাঁর। আলমোয়েজ আফগানিস্তানের বিপক্ষে ৪ গোলের পর ২১ নভেম্বর লক্ষ্যভেদ করেছেন ভারতের বিপক্ষেও।