logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩ ১৬:৫০
তিন বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক

তিন বাসে আগুন

বিএনপির ডাকা অবরোধে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে আজ ২৬ নভেম্বর ২ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক ৩টি যানবাহনে আগুন লাগানো সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, কুমিল্লার দাউদকান্দিতে ১টি ও বরিশাল বিভাগে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২টি বাস ও ১টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ ইউনিট ও ৩০ জন জনবল কাজ করে। 
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২০৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
২৫ নভেম্বর : ১৯.২০ ঘটিকায় ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা হাউজ বিল্ডিং-এর মাঝামাঝি স্থানে ১টি বিআরটিসি বাসে আগুন।
২৬ নভেম্বর : ০০:০৫ ঘটিকায় কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ নামক স্থানে ‘সুবহান আল্লাহ’ পরিবহনের ১টি বাসে আগুন। ০৪.৪০ ঘটিকায় বরিশালের উজিরপুরের ধামরাইলে সুপারি ভর্তি ১টি ট্রাকে আগুন।