logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৩ ১২:২৬
২৪ ঘন্টায় ১০ গাড়িতে অগ্নিসংযােগ
নিজস্ব প্রতিবেদক

২৪ ঘন্টায় ১০ গাড়িতে অগ্নিসংযােগ

অবরোধে সারা দেশে ২৪ ঘন্টায় ১০ টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়াার সার্ভিস সূত্র জানায়,  গত ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে আজ ২৭ নভেম্বর  সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক ১০টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জ ১টি, খাগড়াছড়ি ১টি, দিনাজপুর ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করে। 

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২১৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
বিস্তারিত :
২৬ নভেম্বর : ১৯:৪৮ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় হানিফ ফ্লাইওভারের নীচে ‘মৌমিতা’ পরিবহনের ১টি বাসে আগুন।
২৬ নভেম্বর : ২৩:৪০ ঘটিকায় নওগাঁর মহাদেবপুর বাজার নামক স্থানে ‘রাহি’ পরিবহনের ১টি বাসে আগুন। 
২৭ নভেম্বর: ০০:৫৬ ঘটিকায় কিশোরগঞ্জের কুলিয়ারচর ফায়ার স্টেশনের সামনে ১টি ট্রাকে আগুন।
২৭ নভেম্বর: ০১:২০ ঘটিকায় খাগড়াছড়ির জালিয়ারপাড়ায় ১টি ট্রাকে আগুন।
২৭ নভেম্বর: ০১:৪৮ ঘটিকায় দিনাজপুরের বীরগঞ্জের মোহাম্মদপুরে ১টি ট্রাকে আগুন।
২৭ নভেম্বর: ০২:১৭ ঘটিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার মতিহারে ১টি ট্রাকে আগুন।
২৭ নভেম্বর: ০৪:৪০ ঘটিকায় নাটোর জেলার বনপাড়ার মহিষাভাঙ্গায় ‘ডি এন ট্রাভেলস’-এর ৩টি বাসে আগুন।
২৭ নভেম্বর: ০৬.০৫ ঘটিকায় সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে ১টি কাভার্ড ভ্যানে আগুন।
খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।