আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩ ১০:১৪
আজকের ছড়া/ কবিতা
গভীর রাতে বিকল্প অস্তিত্ব
গাউসুর রহমান
গাউসুর রহমান
গভীর রাতে তোমাকে মনে পড়ে
আমার বিকল্প অস্তিত্ব
মাথাচাড়া দিয়ে ওঠে
তন্দ্রার ঘোর কাটে না কিছুতেই ।
আমি এক আকাশ থেকে অন্য আকাশে
মেঘ হয়ে ভেসে চলি
পথে ও বিপথে কতো ঘুরেছি
মেঘ হয়ে না হয় ভাসলাম ।
সময়ের ইচ্ছায় কতো কিছু জন্ম নেয়
তোমার গহন আড়াল থেকে
পাখির ডাক তোমাকে শুনতে দেয় ।
দূরে থেকেও আমি তোমাকে
তোমার মনের ঘরে টোকা দিই
কড়া নাড়ি ক্রমাগত তোমার দরজায় ।