logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩ ০৯:৫৬
আজকের ছড়া/কবিতা
বৃষ্টি ভেজা পথিক
হালিমা সুলতানা

বৃষ্টি ভেজা পথিক

বৃষ্টি ভেজা রাত্রি আমার
নয়ন জলে ভাসে,
একটা দুটো জোনাক এখন
ভিজে নরম ঘাসে ।

মেঘের আড়াল চন্দ্র তারা
লুকানো সব কষ্ট,
নির্ঘুম একটা পথিক দেখো
হলো আজ পথভ্রষ্ট।

মেঠো পথে বৃষ্টির ধারা
অবিরাম আজ ছুটে,
আঁধার রাত্রির নির্জনতা
ভয়ভীতি সব লুঠে।

মুক্ত পথিক মেঘলা আকাশ
অজানা এক গল্প,
জলতরঙ্গ মাতাল করে
ভাসে হৃদয় কল্প ।

রাত্রি জাগা বৃষ্টি ভেজা
দেহের ক্লান্তি নেই তো 
খুঁজে বেড়ায় আত্মার শান্তি
হিজল তমাল সেই তো ।

বৃষ্টি ভেজা পথিক তুমি
কোথায় হেঁটে চলো ?
তোমার মনের আঁধার গল্প
আমার কাছে বলো ।