৩০ সেকেন্ড কোন বিজ্ঞাপন বিরতি নয়,
৩০ সেকেন্ড—
কেবল তোমাকে দেখার।
তবু এ-তৃষ্ণা মিটে না, এ-তৃষ্ণা মিটে না ৩০ সেকেন্ডে।
কেবল এই তৃষিতকে—
তুমিই দিতে পারো, তুমিই দিতে পারো বাঁচার প্রেরণা
তুমিই ফোটাতে পারো অর্কিড
চোখের মধ্যে মনের মধ্যে কেবল তুমিই জ্বালাতে পারো
হিরণ্ময় আলো,
ভালোবেসে পুরো পৃথিবীকে সুস্থ করে তুলতে পারো
সংসারের বিষ পান করে, আমায় দিতে পারো অমৃত।
কেবল—তোমার নাম জপ করি,
দিবানিশি
কেবল—তোমাকে ভাবি; তোমাকে ভাবতে গিয়ে—
পাখির ঠিকানায় চিঠি লিখি, সন্ধ্যাতারাকে নালিশ করি
এমনকি—স্তব্ধ পুকুরঘাটে একা একা বসে থাকি
বুকের ভেতর অঝোর কান্না— আমি তার শব্দ শুনি।
ভুলি না তোমায়।
এই না-ভোলার জন্য আমার সমস্ত জীবন বিপর্যস্ত
এই না-ভোলার জন্য আমার সমস্ত জীবন লণ্ডভণ্ড।
অপার মুগ্ধতা তোমার দু'চোখে
অপার মুগ্ধতা তোমার দু'ঠোটে
আমি চেয়ে থাকি। অপার মুগ্ধতা নিয়ে চেয়ে থাকি-
ঠোঁটের পানে-চোখের পানে- ভাষা পড়তে পারি না
৩০ সেকেন্ডে কী আর চোখের ভাষা পড়া যায়!
৩০ সেকেন্ডে কী আর ঠোঁটের ভাষা বুঝা যায়!
৩০ সেকেন্ডে কী আর একটি জীবন পাঠ করা যায়!
পৃথিবীর কাছে—জোড়া চোখ চেয়েছি, আর তোমার- কাছে সময়
আমি একটি জীবন পাঠ করতে চাই—তোমার জীবন।